সোমবার, মার্চ ১৭, ২০২৫

সারা দেশে চলছে ধেয়ে আসা গ্রেপ্তার-ঝড় : রিজভী

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতাসীনদের সরাতে হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তা না হলে কারও মুক্তি হবে না বলে মন্তব্য করেন তিনি।

by ঢাকাবার্তা
রুহুল কবীর রিজভী

স্টাফ রিপোর্টার ।। 

বিএনপি নেতা–কর্মীদের অনেককে আটকের পর পুলিশ টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘টাকা নিয়ে কাউকে ছাড়ছেন। আবার কারও কাছ থেকে টাকা নিয়েও মুক্তি দিচ্ছেন না। এ রকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি।’ এ প্রসঙ্গে নাম উল্লেখ না করে নারায়নগঞ্জে বিএনপিপন্থী এক চিকিৎসকের দুই ভাইকে নিয়ে যাওয়ার সময় পাঁচ লাখ টাকা দেওয়া হলে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতাসীনদের সরাতে হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তা না হলে কারও মুক্তি হবে না বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের গ্রেপ্তারের পর এবার দলের ভাইস চেয়ারম্যানদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। গতকাল রাতে দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সারা দেশে চলছে ধেয়ে আসা গ্রেপ্তার–ঝড়। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। আর মুচকি হাসি দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, কোথায় বিএনপির নেতারা? গুহায় থেকে নাকি প্রেস ব্রিফিং করছি। এ ধরনের কথা টিক্কা খানও বলতেন। যখন অপারেশন সার্চ লাইট শুরু হয়েছিল।’

দেশকে বিরোধী দলশূন্য করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে বিএনপি ও বিরোধী দলশূন্য করার প্রক্রিয়া নিয়ে নির্বাচনের নামে তামাশা করবেন। নির্বাচন কমিশনকে ক্ষমতাসীনেরা যে তালিকা দেবে, সেই তালিকা দেখে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

বিএনপির অবরোধ কর্মসূচি মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে জানিয়ে দলের সব নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা (প্রশাসন) নানা ধরনের নাশকতা করে এর দায় বিএনপির ওপর চাপাবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের ২৬১ জনের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, এই সময়ে আরও নয়টি মামলা হয়েছে। এসব মামলায় ১ হাজার ৬০ জনকে আসামি করা হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net