সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

সুন্দরবনে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করছে বনবিভাগ ও গ্রামবাসী

তবে বনের ওই অংশে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি বনবিভাগ।

by ঢাকাবার্তা ডেস্ক
sundorban fire

স্টাফ রিপোর্টার।।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে; নেভাতে কাজ করছে বনবিভাগ ও গ্রামবাসী। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান। তবে বনের ওই অংশে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

বন কর্মকর্তা নুরুল করিম বিকালে বলেন, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখে বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।”

আগুন কীভাবে লেগেছে তা এখনি বলা যাচ্ছে না জানিয়ে ওই বনকর্মকর্তা বলেন, “বনের ওই এলাকায় কী ধরনের গাছপালা রয়েছে তাও এখন বলতে পারব না। বিস্তারিত জানাতে হলে সময় লাগবে।”

আরও পড়ুন: বাগেরহাটে ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net