বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সুমনকে হটিয়ে ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা

‘চিতা’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। আগামী মে মাসে শুরু হবে ছবির শুটিং। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে হবে চিত্রায়ণ।

by ঢাকাবার্তা ডেস্ক
সুমনকে হটিয়ে ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা

বিনোদন ডেস্ক।।

ক’দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দেন, কালজয়ী গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের আরেকটি গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন। সেই ছবির নাম ‘চিতা’। নির্মাণ হবে কাজী আনোয়ার হোসেনের লেখা ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে।  তবে ছবির নায়ক-নায়িকা কে হবেন, সেটা খোলাসা করেননি। শুধু এটুকু বলেছিলেন, ‘বড় চমক থাকবে’। যদিও অনেকেই ধরে নিয়েছিলেন, আর যাই চমক থাকুক, ‘এমআর-৯’ সূত্রে মাসুদ রানা চরিত্রটিতে থিতু থাকছেন এবিএম সুমনই। অবশেষে জানা গেলো, আজিজের সেই চমকের নাম অনন্ত জলিল! সঙ্গে যথারীতি স্ত্রী বর্ষা।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ছবির আনুষ্ঠানিক মহরতে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফলে বড় পর্দায় নতুন মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত। এর আগে জাজের প্রযোজনায় প্রথম মাসুদ রানা হিসেবে ‘এমআর-৯: ডু অর ডাই’ ছবিতে এই ভূমিকায় দেখা গিয়েছিল এবিএম সুমনকে। মহরতে জানানো হয়, ‘চিতা’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। আগামী মে মাসে শুরু হবে ছবির শুটিং। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে হবে চিত্রায়ণ। মুক্তি পাবে বাংলা ও ইংরেজি ভাষায়, বিশ্বের ৩০টি দেশে।

মহরত অনুষ্ঠানে অনন্ত-বর্ষা ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা রাজীব, প্রযোজক আব্দুল আজিজ, খোরশেদ আলম খসরু, জ্যেষ্ঠ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকে। জেনে রাখা ভালো, ‘অপারেশন চিতা’ বইটি প্রকাশ হয়েছিল ১৯৯১ সালে। মাসুদ রানা সিরিজের অন্য সব বইয়ের মতো এটিও প্রকাশ করেছিল সেবা প্রকাশনী।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net