শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

সেমিফাইনালে এক পা ভারতের, বিদায়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

বিশ্বকাপে এটা ভারতের টানা ষষ্ঠ জয়। ছয় ম্যাচে মাঠে নেমে ছয়টিতেই জিতলো তারা

by ঢাকাবার্তা ডেস্ক
সেমিফাইনালে এক পা ভারতের, বিদায়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

খেলা ডেস্ক।।

জিতেই চলেছে অপ্রতিরোধ্য ভারত। আজ লক্ষ্ণৌতে ২২৯ রানের পুঁজি নিয়েও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারালো ১০০ রানে! বিশ্বকাপে এটা ভারতের টানা ষষ্ঠ জয়। ছয় ম্যাচে মাঠে নেমে ছয়টিতেই জিতলো তারা। পাশাপাশি সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো। ৬ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা।

অন্যদিকে ইংল্যান্ডের এটা পঞ্চম হার। টানা চতুর্থ। এই হারে বিশ্বকাপ থেকে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেল। ৬ ম্যাচের পাঁচটিতে হেরে তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে। চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত

Mohammed Shami reels away after rattling Jonny Bairstow's stumps, Men's World Cup 2023, Lucknow, October 29, 2023

জিতেই চলেছে অপ্রতিরোধ্য ভারত। আজ লক্ষ্ণৌতে ২২৯ রানের পুঁজি নিয়েও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারালো ১০০ রানে! বিশ্বকাপে এটা ভারতের টানা ষষ্ঠ জয়। ছয় ম্যাচে মাঠে নেমে ছয়টিতেই জিতলো তারা। পাশাপাশি নিশ্চিত করলো সেমিফাইনাল। ৬ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা। অন্যদিকে ইংল্যান্ডের এটা পঞ্চম হার। টানা চতুর্থ। এই হারে বিশ্বকাপ থেকে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেল।

২৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। রীতিমতো নাস্তানাবুদ হয়েছে। পাওয়ার প্লেতে ৪০ রান তুলতেই তারা হারায় ৪ উইকেট।

Mark Wood was done in by a Jasprit Bumrah yorker, India vs England, Men's World Cup 2023, Lucknow, October 29, 2023

মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদবদের খেলতেই পারছিল না ইংলিশ ব্যাটসম্যানরা। তাতে করে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে তাদের কেউ ২৭ রানের বেশি করতে পারেনি। ২ চারে সর্বোচ্চ এই রান করেন লিয়াম লিভিংস্টন।

টপ অর্ডারে জনি বেয়ারস্টো ১৪, ডেভিড মালান ১৬, জো রুট ০, বেন স্টোকস ০ ও জস বাটলার ১০ রান করেন। এছাড়া মঈন আলী ১৫, ক্রিস ওকস ১০, আদিল রশিদ ১৩ ও ডেভিড উইলি অপরাজিত ১৬ রান করেন ২ ছক্কায়। তাতে ৩৪.৫ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় তারা। যা ভারতের বিপক্ষে বিশ্বকাপে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তারা ১৬৮ রানে অলআউট হয়েছিল। ভারত জয় পেয়েছিল ৮২ রানে।

Virat Kohli celebrates after the win in Lucknow, Men's World Cup 2023, Lucknow, October 29, 2023

ভারতের শামি ৭ ওভারে ২ মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। বুমরাহ ৬.৫ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে নেন ৩টি উইকেট। কুলদীপ ৮ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট। ৭ ওভারে ১ মেডেনসহ ১৬ রান দিয়ে ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

 

আরও পড়ুন: ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net