সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

সেমিফাইনালে যেতে না পারলে পাঁচ-ছয়ে শেষ করতে চাই: সাকিব

দক্ষিণ আফ্রিকা ৩৮২ রান করা প্রসঙ্গে সাকিব বলেন, এজন্য সবচেয়ে বড় অবদান কুইন্টন ডি ককের

by ঢাকাবার্তা ডেস্ক
সেমিফাইনালে যেতে না পারলে পাঁচ-ছয়ে শেষ করতে চাই: সাকিব

খেলা ডেস্ক।।

বিশ্বকাপের চলমান ১৩তম আসরে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের পর আজ মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের টার্গেট তাড়ায় ১৪৯ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা বোলিংয়ে ৩৫ ওভর পর্যন্ত ঠিক ছিলাম। এরপর সুবিধা করতে পারিনি।

দক্ষিণ আফ্রিকা ৩৮২ রান করা প্রসঙ্গে সাকিব বলেন, এজন্য সবচেয়ে বড় অবদান কুইন্টন ডি ককের। সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। এছাড়া হেনরি ক্লাসেন অবিশ্বাস্য ব্যাটিং করেছে।

তবে অধিনায়ক সাকিব আল হাসান এখনো স্বপ্ন দেখছেন সেমিফাইনালের। যদি সেমিতে যেতে না পারেন, তাহলে পাঁচ-ছয়ে থেকে বিশ্বকাপ শেষ করতে চান।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমাদের এখনো অনেক কিছু শিখতে হবে। যদি সেমিতে যেতে না পারি তাহলে পাঁচ-ছয়ে শেষ করতে চাই। আমরা দারুণভাবে (স্ট্রংগার) শেষ করতে চাই।’

দলের হারের জন্য বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংকেই বেশি দুষছেন সাকিব। তিনি বলেন, আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। জয় পেতে হলে সেরা পাঁচে যারা আছে তাদের বড় স্কোর গড়তে হবে।

বিশ্বকাপে কারা চ্যাম্পিয়ন হতে পারে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এই মুহূর্তে মনে হচ্ছে ভারত, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা এই তিন দলের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুনঃ বাংলাদেশ হারলো বড় ব্যবধানে, সেঞ্চুরি উপহার দিলেন মাহমুদউল্লাহ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net