বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সেলেস্তির জামিন নামঞ্জুর, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত

by ঢাকাবার্তা
সেলেস্তি রহমান ও আনোয়ারুল আজিম আনার

স্টাফ রিপোর্টার ।। 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার প্রধান আসামি আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী সেলেস্তি রহমানের জামিন নামঞ্জুর করেছেন ঢাকার এক আদালত।

আজ মঙ্গলবার সেলেস্তি রহমানের আইনজীবী এই মামলায় তার জামিন চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলাম এ আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান যে, তার মক্কেলকে হয়রানি করতে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে। তাই সে জামিন প্রাপ্য।

সেলেস্তি রহমান

সেলেস্তি রহমান

তবে রাষ্ট্রপক্ষ এই আবেদনের বিরোধিতা করে জানায় যে, সেলেস্তি রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ ছাড়া, তিনি গত ৩ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাই তার জামিন আবেদন খারিজ করা হোক।

এর আগে, গতকাল ঢাকার আরেকটি আদালত শিমুল ভূঁইয়া ও তানভীর ভূঁইয়ার জামিন নাকচ করে দেন। তারা দুজনেই হত্যার কথা স্বীকার করেছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net