শনিবার, নভেম্বর ৮, ২০২৫

স্থগিত ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’

বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা) যুক্ত হয়ে ১লা ডিসেম্বর বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দেয়া হয়। কিন্তু এবার স্থগিত করা হয়েছে ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’ কনসার্ট

by ঢাকাবার্তা ডেস্ক
স্থগিত ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’

বিনোদন ডেস্ক।।

প্রায় এক দশক আগে কিংবদন্তি ব্যান্ড মিউজিক তারকা আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয় ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১লা ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব। ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বিস্তৃত পরিসর পায় ২০২২ সালে।

বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা) যুক্ত হয়ে ১লা ডিসেম্বর বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দেয়া হয়। কিন্তু এবার স্থগিত করা হয়েছে ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’ কনসার্ট।

সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা)। তারা বলেন, ?দেশব্যাপী নির্বাচনী কার্যাকলাপের জন্য বহুল প্রতীক্ষিত ব্যান্ড মিউজিক ফেস্ট এই ডিসেম্বরে হচ্ছে না। নির্বাচনের পরে একটা সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে।

 

আরও পড়ুন: ডলি সায়ন্তনী বিএনএমের মনোনয়ন ফরম নিলেন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net