সোমবার, মার্চ ১৭, ২০২৫

স্পিনারদের সুবিধা দিতে সেমিফাইনালে পিচ বদলেছে ভারত, টসে উইলিয়ামসনের ক্ষোভ

ম্যাচের আগেই জানা গেছে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন পিচের বদলে ব্যবহৃত অর্থাৎ পুরোনো পিচ বেছে নেওয়া হয়েছে। যা নিয়ে আলোচনাও হচ্ছে খুব

by ঢাকাবার্তা ডেস্ক
স্পিনারদের সুবিধা দিতে সেমিফাইনালে পিচ বদলেছে ভারত, টসে উইলিয়ামসনের ক্ষোভ

খেলা ডেস্ক।।

নিউজিল্যান্ড টানা দুই আসরে ফাইনালে খেলেছে। কিন্তু দু’বারই শিরোপা ছুঁতে না পারার হাহাকার সঙ্গী হয়েছে তাদের। রোহিত শর্মা টস জিতে বলেছেন, ‘পিচটা ভালো মনে হয়েছে। তাছাড়া কিছুটা স্লো। আশা করছি জমজমাট লড়াই হবে।’

ম্যাচের আগেই জানা গেছে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন পিচের বদলে ব্যবহৃত অর্থাৎ পুরোনো পিচ বেছে নেওয়া হয়েছে। যা নিয়ে আলোচনাও হচ্ছে খুব। টসের সময় উইলিয়ামসনও বলেছেন, ‘আমারও শুরুতে ব্যাট করতাম। এই পিচটা ব্যবহৃত (পুরোনো)। তাছাড়া সন্ধ্যা শিশিরের প্রভাব থাকবে। এখন সামনের চ্যালেঞ্জের অপেক্ষা। ভারত তাদের পীচের মনমতো সুবিধা নিয়েছে’

এএ আগে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, পূর্ব পরিকল্পনার পরিবর্তন হওয়ায় আইসিসির স্বাধীন পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন বিষয়টি জানতে পেরে ভীষণ হতাশ হয়েছেন।

ওই রিপোর্ট অনুযায়ী ফাঁস হওয়া ইমেইলে অ্যাটকিনসন অনুমান করেছেন, পিচ পরিবর্তন করা হয়েছে ফাইনালেও। যেখানে আরও বেশি স্পিন ধরবে। অ্যাটকিনসন ইমেইলে বলেছেন, ‘প্রথমবার এমন বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে টিম ম্যানেজমেন্ট কিংবা স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের বেঁধে দেওয়া শর্ত অনুসারে পিচ বেছে নেওয়া হয়েছে।’

অবশ্য ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, নকআউটের পিচ নতুন হবে নাকি ব্যবহৃত; সে বিষয়ে আইসিসির কোনও ধরনের শর্ত নেই। শুধু পিচ ও আউটফিল্ড নিয়ে বলা হয়েছে, ‘এটা আশা করা যায় ম্যাচ আয়োজনের জন্য যেসব ভেন্যু বরাদ্দ করা হয়েছে, সেটা যেন সম্ভাব্য সেরা পিচ ও আউটফিল্ড কন্ডিশনে উপস্থাপন করা হয়।’

 

আরও পড়ুন:  নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net