বাণিজ্য ডেস্ক।।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম (১১.৬৬৪ গ্রাম) হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। আগামীকাল রোববার থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে।আজ শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মনিটরিং সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫ হাজার ৬৯৯ টাকা। গত ২৯ নভেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। গত জুলাইয়ে দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিপ্রতি এক লাখ টাকা ছাড়ায়।
জানতে চাইলে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। এছাড়া ডলারের দাম বাড়ার কারণেও স্বর্ণের দাম বাড়ছে।’
আরও পড়ুন: ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলছে সিপিডি