রাজনীতি ডেস্ক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে আজ রবিবার ভোর ৬টা থেকে। তবে হরতাল উপেক্ষা করেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে কাউন্টার খুলে রেখেছেন পরিবহন শ্রমিকরা। যদিও যাত্রী সংকটে সকাল থেকে ছেড়ে যায়নি কোনও দূরপাল্লার গণপরিবহন।
সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকে তেমন যাত্রী সমাগম নেই। ফলে পরিবহন শ্রমিকরা অলস সময় পার করছেন। হাতেগোনা যে কয়েকজন দূরপাল্লার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসছেন, তারাও দূরপাল্লার গণপরিবহন না পেয়ে ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছেন। শ্রমিকরা বলছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও আর্থিক সংকটে পড়তে হবে পরিবহন শ্রমিকদের।
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকালে দেখা গেছে, যাত্রীদের জন্য শ্রমিকদের নেই কোনোধরনের হাঁকডাক। দুপুর সাড়ে ১১টার দিকেও কাউন্টার খুলে অলস সময় পার করছেন সংশ্লিষ্টরা। যাত্রীর জন্য অপেক্ষায় থাকলেও নির্দিষ্ট সংখ্যক যাত্রী না হওয়া পর্যন্ত কোনও বাস ছাড়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তারা। বলছেন, কম যাত্রী নিয়ে বাস ছাড়লে লোকসান গুণতে হয়।
আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বহাল, নির্বাচনে অযোগ্যই থাকল তারা