রবিবার, নভেম্বর ৩, ২০২৪

হামাসের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের নিন্দা প্রস্তাবে রাজি নয় সব সদস্যদেশ

গত শনিবার ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াই শুরুর পর এ পর্যন্ত ১ হাজার ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন

by ঢাকাবার্তা ডেস্ক
হামাসের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের নিন্দা প্রস্তাবে রাজি নয় সব সদস্যদেশ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ভয়াবহ যুদ্ধের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিল। তবে যৌথ বিবৃতি দেওয়ার জন্য তারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

গত শনিবার ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াই শুরুর পর এ পর্যন্ত ১ হাজার ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের যোদ্ধারা রকেট হামলার পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়েছেন। জবাবে গাজায় নির্বিচার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে স্থল ও নৌপথে অভিযানের প্রস্তুতি নিচ্ছে তারা। ইতিমধ্যে গতকাল রোববার তারা ‘যুদ্ধ ঘোষণা’ করেছে।

যুক্তরাষ্ট্র গতকাল ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে হামাসের বিরুদ্ধে কড়া নিন্দার প্রস্তাব তুলেছে। তবে এতে সর্বসম্মতভাবে সায় দেয়নি সদস্যদেশগুলো।

জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক রবার্ট উড সাংবাদিকদের বলেছেন, ‘বেশির ভাগ সদস্যদেশ হামাসের হামলার নিন্দা জানিয়েছে। তবে অবশ্যই সব দেশ নয়।’

রাশিয়ার কথা উল্লেখ করে উড বলেন, ‘আমি কিছু না বললেও কারা নিন্দা প্রস্তাবের পক্ষে ছিল না, সেসব দেশের একটি কে হতে পারে, আপনারা মনে হয় বুঝতেই পারছেন।’

নিরাপত্তা পরিষদের বৈঠক প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়েছিল। সেখানে জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক শান্তিদূত টর উইনেসল্যান্ডের ব্রিফ শোনেন সদস্যদেশের প্রতিনিধিরা।

কূটনীতিকেরা বলছেন, বৈঠকে উপস্থিত রুশ প্রতিনিধিরা হামাসের নিন্দা জানানোর চেয়ে বিষয়টিকে আরও বিস্তৃত পরিসরে দেখার কথা বলেন।

 

আরও পড়ুনঃ জ্বলছে গাজা, ইসরায়েলের যুদ্ধ ঘোষণা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net