সোমবার, মার্চ ১৭, ২০২৫

হামাসের শক্তিশালী ঘাঁটি দখলের দাবি ইসরায়েলের

স্থানীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এই খবর জানিয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
হামাসের শক্তিশালী ঘাঁটি দখলের দাবি ইসরায়েলের

বিদেশ ডেস্ক।।

অবরুদ্ধ গাজা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসের শক্তিশালী একটি ঘাঁটির দখলের দাবি করেছে ইসরায়েলের সেনারা। ১০ ঘণ্টাব্যাপী লড়াই চলার পর ঘাঁটিটি দখল করতে সক্ষম হয়েছে তারা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এমন দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। স্থানীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং মিত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে টানা ১০ ঘণ্টা সংঘর্ষের পর ইসরায়েলি স্থলবাহিনীর শাখা নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের সেনারা আউটপোস্ট ১৭’র দখল নিয়েছে।

আউটপোস্ট ১৭ নামের এই ঘাঁটি গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার পশ্চিমাংশে অবস্থিত। ঘাঁটিটির সঙ্গে বেশ কয়েকটি সুড়ঙ্গ সংযুক্ত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই ঘাঁটি ও সুড়ঙ্গগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করেছে তারা।

বুধবারের লড়াইয়ে আল কাসেম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন সেনা নিহত হলেও নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোনও তথ্য দেয়নি আইডিএফ। তবে আইডিএফ জানিয়েছে, পশ্চিম জাবালিয়ায় যখন নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের সঙ্গে আল কাসেম ব্রিগেড ও ইসলামিক জিহাদের সংঘাত চলছে, তখনও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামাসের স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান জারি রাখে তারা।

 

আরও পড়ুন: নেতানিয়াহুকে মানবিক বিরতির আহ্বান বাইডেনের

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net