শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

হিন্দুত্ববাদীদের তোপের মুখে ভারত ছাড়লেন পাকিস্তানি উপস্থাপক

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ভারত ত্যাগ করেছেন জেয়নাব আব্বাস

by ঢাকাবার্তা ডেস্ক
হিন্দুত্ববাদীদের তোপের মুখে ভারত ছাড়লেন পাকিস্তানি উপস্থাপক

ভারতের বিজেপির উগ্র সমর্থক ও হিন্দুত্ববাদীদের ‘অবমাননাকর’ পোস্টের জেরে বিশ্বকাপের জন্য কাজ করতে আসা এক পাকিস্তানি নারী উপস্থাপিক ভারত ছেড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ডিজিটাল টিমে কাজ করেন জেয়নাব আব্বাস।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ভারত ত্যাগ করেছেন জেয়নাব আব্বাস।

যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র গণমাধ্যমকে বলছেন, জেয়নাব আব্বাসের ভারত ছাড়ার পেছনে ‘ব্যক্তিগত কারণ’ রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম জেয়নাব আব্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, এমনকি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি কোনও বিবৃতি দেননি ভারত ত্যাগ ইস্যুতে।

জেয়নাব আব্বাস ক্রিকেট অনুরাগীদের মধ্যে সুপরিচিত এক মুখ। তিনি ২০১৫ সাল থেকেই নিয়মিত শো উপস্থাপনা এবং ধারাভাষ্য দিয়ে আসছেন।

২০১৯ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে জেয়নাব আব্বাস খ্যাতি লাভ করেন। তিনি পাকিস্তানের প্রথম নারী উপস্থাপিক হিসেবে বিশ্বকাপে কাজ করেছেন।

গত সপ্তাহে তিনি ভারতে পৌঁছান এবং ৬ই অক্টোবর পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে কাজ করেন। এরপর তার ব্যাঙ্গালোর, চেন্নাই ও আহমেদাবাদ যাওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ স্বাধীন ফিলিস্তিনের সমর্থক ভারত যেভাবে ইসরায়েলের ‘বন্ধু’ হলো

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net