সাহিত্য ডেস্ক।।
এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ। সামগ্রিক অবদানের জন্য মিলন এবং নবীন সাহিত্যশ্রেণিতে রিশাদ পাচ্ছেন এ পুরস্কার।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।২০১৫ সালে প্রবর্তিত এ পুরস্কারের উদ্দেশ্য দেশের প্রবীণ এবং নবীন কথাসাহিত্যিকদের অনুপ্রাণিত করা। তারা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ এবং এক লাখ টাকা। এছাড়া প্রদান করা হবে ক্রেস্ট, উত্তরীয় এবং সার্টিফিকেট।
পুরস্কারজয়ী ইমদাদুল হক মিলনের জন্ম ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর, বিক্রমপুরে। প্রথম গল্প ‘বন্ধু’ ১৯৭৩ সালে ছাপা হয়েছিল ‘পূর্বদেশ’ পত্রিকার ছোটদের পাতা ‘চাঁদের হাট’-এ। ‘নূরজাহান’ তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে— অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, পরবাস, কালোঘোড়া, বনমানুষ, ভূমিপুত্র। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ— নিরন্নের কাল, জোছনারাতে তিনটি মেয়ে। লিখেছেন ছোটদের জন্যও। নাট্যকার হিসেবেও সুপরিচিত তিনি।
অন্যদিকে মাহবুব ময়ূখ রিশাদ এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। তার লেখায় ফুটে ওঠে নাগরিক জীবন, সেই জীবনের একাকীত্ব। গল্পের প্রেক্ষাপটে ব্যবহার করেন জাদুবাস্তবতার উপাদান। জন্ম ৩০ জুন ১৯৮৮ সালে। বাবা প্রথিতযশা মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক মোহিত কামাল। মা মাহফুজা আখতার। পেশায় চিকিৎসক রিশাদ অর্জন করেছেন ইন্টারনাল মেডিসিনের সর্বোচ্চ ডিগ্রি এফসিপিএস।
লেখক হিসেবে রিশাদের যাত্রা শুরু হয় ২০০৫ সালে ‘পাপমুক্তি’ গল্প দিয়ে। প্রথম বই টিনএজ প্রেমের উপন্যাস ‘আকাশ ভরা নীল কষ্ট’ প্রকাশিত হয় ২০০৮ সালে। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ— সন্ধ্যাকালীন ট্রেনে গোপন যাতায়াত; নির্জনতার জ্যামিতিক বিষণ্নতায়; দিকশূন্যপুর; ক্রুশপথে নিখোঁজ গল্প; তর্কশয্যায় মৃত্যু। আলোচিত উপন্যাস ‘আরিমাতানো’।
তিনি ‘রাইরিন্তার শেষ উপহার’ গল্পগ্রন্থের জন্য নবীন সাহিত্যশ্রেণিতে এ পুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন: কবি মলয় রায় চৌধুরী আর নেই