শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

হৃতিক-দীপিকার ‘ফাইটার’ সিনেমার প্রথম গান প্রকাশ্যে

গানটি গেয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। কুমারের লেখায় গানটির সংগীত আয়োজন করেছেন বিশাল শেখর।

by ঢাকাবার্তা ডেস্ক
হৃতিক-দীপিকার ‘ফাইটার’ সিনেমার প্রথম গান প্রকাশ্যে

বিনোদন ডেস্ক।।

হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘ফাইটার’ সিনেমার প্রথম গান, ‘শের খুল গায়ে’ প্রকাশ পেয়েছে।  পার্টি মেজাজে গানের তালে নেচেছেন হৃতিক-দীপিকা। গানটি গেয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। কুমারের লেখায় গানটির সংগীত আয়োজন করেছেন বিশাল শেখর।

 

আরও পড়ুন: ঘর ছাড়লেন ঐশ্বরিয়া! বিচ্ছেদের পথে অ্যাশ-অভিষেক!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net