খেলা ডেস্ক।।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত পেসার জোসেফই যা আলো ছড়ালেন। তাতে পরাজয় এড়ানো যাচ্ছে না যদিও। ব্যাটারদের ব্যর্থতায় অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনেই পরাজয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজ। ট্রাভিস হেডের গেম চেঞ্জিং সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের বল হাতে কোণঠাসা করেছেন জশ হ্যাজেলউড। তাতে ৯৫ রানে পিছিয়ে থেকে সফরকারীরা ব্যাট করতে নামলে দ্বিতীয় দিনে ৭৩ রানেই ৬ উইকেট হারিয়েছে। তারা এখনও ২২ রানে পিছিয়ে।
২ উইকেটে ৫৯ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া ৬৭ রানে হারায় গ্রিনের (১৪) উইকেট। ওপেনার খাজাও ইনিংস বড় করতে পারেননি। আউট হয়েছেন ৪৫ রানে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটায় দুই দলের অবস্থান ভারসাম্যে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২০ রানে পিছিয়ে থাকা অবস্থাতেই হারায় ৬ উইকেট। তখন হাফসেঞ্চুরিতে ব্যাট করছিলেন ট্রাভিস হেড। একার লড়াইয়ে প্রতিরোধ গড়ে দলটাকে লিড এনে দেন তিনি। স্কোর আড়াইশো ছাড়াতেও রাখেন অবদান। আউট হওয়ার আগে তুলে নেন সপ্তম সেঞ্চুরি। জোসেফের বলে বিদায় নেওয়ার আগে ১৩৪ বলে ১১৯ রান করেছেন। হেডের বিদায়ে প্রতিরোধ দুর্বল হয়ে পড়লেও লেজের ব্যাটারদের অবদান কম নয়। নাথান লায়ন ২৪ রানের ইনিংস খেলেছেন। হেডের প্রতিরোধের সময় জুটি গড়তে তাকে সঙ্গ দেন মিচেল স্টার্ক (১০) ও প্যাট কামিন্স (১২)। তাতে প্রথম ইনিংসে ২৮৩ রানে থামে অজি দল।
ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা শামার জোসেফ ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ক্যারিবীয় বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। খরচ করেছেন ৯৪ রান। তাছাড়া দুটি করে শিকার করেছেন কেমার রোচ ও জাস্টিন গ্রিভস।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের শুরুতেই কাঁপিয়ে দেন হ্যাজেলউড। ১৯ রানের মধ্যে একে একে ফেরান ত্যাজনারায়ণ চন্দরপল (০), ক্রেইগ ব্র্যাথওয়েট (১), অ্যালিক আথানেজ (০) ও কেভাম হজকে (৩)। আগের ইনিংসের হাফসেঞ্চুরিয়ান একটু দাঁড়ানোর চেষ্টা করলেও তাকে ২৬ রানে ফিরিয়ে দেন গ্রিন। দিনের শেষভাগে গ্রিভসকে (২৪) লায়ন আউট করলে তাসের ঘরে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। হ্যাজেলউড ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন। এখন দেখার বিষয় তৃতীয় দিন কতক্ষণ স্থায়ী হয় সফরকারীদের প্রতিরোধ।
আরও পড়ুন: ১৮৮ রানে অলআউট হয়ে অভিষিক্ত পেসারে আশা দেখছে ক্যারিবীয়রা