শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

১০ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম, বিরোধীদের আন্দোলনে সমর্থন ঘোষণা ইসলামী আন্দোলনের

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই আল্টিমেটাম দিয়েছেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই

by ঢাকাবার্তা ডেস্ক
১০ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম, বিরোধীদের আন্দোলনে সমর্থন ঘোষণা ইসলামী আন্দোলনের

রাজনীতি ডেস্ক।।

আগামী ১০ ই নভেম্বরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই আল্টিমেটাম দিয়েছেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। একইসঙ্গে বিরোধী দলগুলোর চলমান আন্দোলনে সমর্থন ঘোষণা করেন তিনি।

আগামী এক সপ্তাহের মধ্যে বিরোধী দলগুলোর গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর মুক্তি দাবি করে ইসলামী আন্দোলনের আমির মহাসমাবেশে বলেন, সরকার দাবি না মানলে দশ তারিখের পর সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net