শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

১৯৯১ সালেই আমার এমপি হওয়ার কথা ছিলো : হাজী মিলন

by ঢাকাবার্তা
হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আসতে চাননি জাপার পরিচিত এই মুখ; তবে শেষ পর্যন্ত দলের আহ্বানে নির্বাচনে অংশ নিয়েছেন। লাঙ্গলের এই প্রার্থী নির্বাচনে লড়বেন ঢাকা-৭ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও নৌকার প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিমের বিরুদ্ধে। নৌকার ব্যবসায়ী প্রার্থীর বিরুদ্ধে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন হাজী মিলন। তিনি বলছেন, ভোটের প্রচারণায় ব্যাপক সাড়া ও সমর্থন পাচ্ছেন ভোটারের।

আল্লাহ নির্ধারণ করেন কে এমপি হবেন বা কার কী হবে

সোলায়মান সেলিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তিনি সংবাদমাধ্যমটিকে এক প্রশ্নের উত্তরে বলেন, “দেখুন আল্লাহ নির্ধারণ করেন কে এমপি হবেন বা কার কী হবে। ১৯৯১ সালেই আমার এমপি হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আমি হতে পারিনি। সেজন্য পুরোটাই আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। তবে আমরা তো আওয়ামী লীগের সঙ্গে মারামারি করতে যাব না। এখানকার লোকজন সবাই ভদ্র। ব্যক্তিগত ইমেজ আছে। তারা কেউ ঝগড়াঝাঁটি করতে যাবে না।”

হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন

হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন

ঢাকার দুই আসনে জাপা জিতবে

৪৩ বছর ধরে রাজনীতিতে যুক্ত থাকা মিলন মনে করেন ঢাকার দুটি আসনে তার দলের প্রার্থীরা জয় পেতে পারেন। তার ভাষ্যে, “ঢাকা-৭ এবং ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীদের বিজয়ী হওয়া সম্ভাবনা রয়েছে। আমার আসনে মানুষ ধরেই নিয়েছে আমি পাস করব। এখন সরকার এবং নির্বাচন কমিশনের এটি দায়িত্ব যে ভোটগুলো সঠিকভাবে গণনা করা। অন্য কোথাও কী হবে জানি না; কিন্তু এখানে ভোটার উপস্থিতি ভালো হবে।”

আমিও চাই পোস্টার লাগানো বন্ধ হোক

মিলনের পোস্টার নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানোয় তাকে একাধিকবার সিটি কর্পোরেশন থেকে সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, “আমি কেমন মানুষ এগুলো না জেনেই অনেকেই মন্তব্য করেন৷ আমার অনেক ভালো জিনিস রয়েছে সেগুলো মানুষ প্রচার করে না৷ আপনি যখন নিজের ভাইকে সফলতার কথা শুনবেন সেগুলো শুনতে চাইবে না৷ কিন্তু আপনার ব্যর্থতার কথা বলুন তখন আগ্রহ নিয়ে শুনবে৷ খারাপ জিনিস নিয়ে মানুষের কিউরিসিটি আছে৷ আমি যে পোস্টার লাগাই সেটা খারাপ “

হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন

হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন

“আমিও চাই পোস্টার লাগানো বন্ধ হোক৷ পৃথিবীর ১৯০টি দেশ ঘুরে দেখেছি সব দেশই দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন৷ বাংলাদেশ তো পরিষ্কার পরিচ্ছন্ন নয়৷ পোস্টার লাগানো যেহেতু প্রচারের একটি মাধ্যম এ কারণেই আমি পোস্টার লাগাই৷”

তিনি আরও বলেন, “আমাদের দলের সকলের প্রতিদিন পোস্টার লাগানোর সামর্থ নেই৷ দলের সবাই পোস্টার লাগায়ও না৷ বছরে একবার পোস্টার লাগাই আমি৷ কোন ঈদ, বিজয় দিবস, শহিদ দিবস এসব কেন্দ্র করে পোস্টার লাগাই না৷ জনসভাতেও পোস্টার লাগাই না৷ ১ জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বছরে একবার আমি পোস্টার লাগাই৷ সেটাও ব্যাপক না৷ কখনো পাঁচ থেকে ছয় হাজার কখনো সাত থেকে আট হাজার কিংবা ১০ হাজার পোস্টার লাগানো হয়৷”

মিলনের দাবি, “যত্ন সহকারে উঁচুতে পোস্টারগুলো লাগানো হয় বলেই এসব পোস্টার এক দুই বছর স্থায়ী থাকে৷ মানুষ বের হলে আমার পোস্টর দেখে৷ পোস্টারের কারণে অনেকেই আমাকে চেনে৷ আওয়ামী লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারা বছর পোস্টার লাগান৷ একজনের পোস্টারের ওপর আরেকজনের পোস্টার লাগান৷ আমি যেহেতু জাতীয় পার্টি করি সেহেতু আমার দলেরও পোস্টার থাকা উচিত৷ আমি যেভাবে পোস্টার লাগাই অনেকেই এভাবে পোস্টার লাগাতে চান৷ কিন্তু পারেন না।”

হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন

হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন

পোস্টার লাগানোর কৌশল জানতে চান এমপি-মন্ত্রীরা

জাপার এই নেতা বলেন, “অনেক আমাকে জিজ্ঞাসা করেন কীভাবে পোস্টার লাগান? ক্ষমতাসীন দল প্রতিদিন যে পোস্টার লাগায় তা নিয়ে অভিযোগ নেই৷ আমি পোস্টার লাগালেই সমালোচনা! মেট্রোরেলে আমার লোকজন ভুলবশত পোস্টার লাগিয়েছিল৷ আমি নিজে গিয়ে সেই পোস্টার তুলে ফেলেছি৷ অথচ এখন দেখেন মেট্রোরেলে পোস্টার আছে, সারা ঢাকা শহরে পোস্টার আছে৷ সেগুলো নিয়ে মানুষের আলোচনা নেই৷ পোস্টার লাগানো নিয়ে সিটি কর্পোরেশনের কথা বলা উচিত৷ কিন্তু কে কথা বলবে? মেয়রের নিজেরই তো পোস্টার লাগানো আছে৷ ফেস্টুন লাগানো আছে৷ বিলবোর্ড আর ব্যানারও আছে।”

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কত হাজার পোস্টার ছাপিয়েছেন এমন প্রশ্নে সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, “নির্বাচন সামনে রেখে ২০ হাজার পোস্টার ছাপানো হয়েছে৷ এ পোস্টারে এ আসনের বেশিরভাগ জায়গা প্রায় কাভার হয়ে গেছে৷ আর পোস্টার লাগবে বলে মনে হয় না৷”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net