বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

১ ম্যাচে ৪ সেঞ্চুরি, ৪ রানে জিতে সিরিজ ভারতের

ম্যাচে দুই দলের মোট রান ৬৪৬

by ঢাকাবার্তা
স্মৃতি মান্দানা ও হরমনপ্রীত কৌর এবং লরা উলভার্ট ও মারিজেন কাপ

ডেস্ক রিপোর্ট ।।

পর পর দু’ম্যাচে সেঞ্চুরি করলেন স্মৃতি মান্দানা। দু’বছর পরে তিন অঙ্কে পৌঁছলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকা বনাম ভারত এক ম্যাচে দুই দল দুটি করে শতক পায়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মে ভারতের ব্যাটারেরা। অবশ্য ৩২৫ রান করেও সহজে জিততে পারল না ভারত। লড়াই করল দক্ষিণ আফ্রিকাও। শেষ পর্যন্ত ৪ রানে জিতে সিরিজ নিজেদের দখলে নিল ভারত নারী ক্রিকেট দল।

বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে ওপেন করতে নেমে ১৩৬ রান করেন মান্দানা। মাত্র ১২০ বল খেলেন তিনি। ১৮টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। মান্দানাকে সঙ্গ দেন হরমনপ্রীত। ৮৮ বলে ১০৩ রান করেন তিনি। ৯টি চার ও ৩টি ছক্কা মারেন হরমন। দু’জনের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ৩২৫ রান করে ভারত।

জবাবে ৬ উইকেটে ৩২১ রান করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার তথা অধিনায়ক লরা উলভার্ট ১৩৫ রান করে অপরাজিত থাকেন। মারিজেন কাপ করেন ১১৪ রান। শেষ ওভারে জিততে ১১ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। পূজা বস্ত্রকর দেন মাত্র ৬ রান। ফলে পর পর দু’ম্যাচ জিতে সিরিজ় জিতে নেয় ভারত।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net