শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

২০২৮ অলিম্পিকে হবে ক্রিকেট খেলা

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্ত নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

by ঢাকাবার্তা ডেস্ক
২০২৮ অলিম্পিকে হবে ক্রিকেট খেলা

খেলা ডেস্ক।।

সোয়া শ বছর পর আবারও ক্রিকেট ফিরল অলিম্পিকে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্ত নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আজ মুম্বাইয়ে আইওসির অধিবেশনে এ কথা জানান আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ।

‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ নামে পরিচিত অলিম্পিকে ক্রিকেট ছিল ১৯০০ সালে। এবার ক্রিকেটের সঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হয়েছে আরও চারটি খেলা। এগুলো হচ্ছে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ এবং লাকরোস। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রধান কেসি ওয়াসারমান ক্রিকেটে ছয় দলের ইভেন্টের প্রস্তাব করেছেন। নারী এবং পুরুষ দুই বিভাগেই খেলা হবে। তবে কতটি দল অংশ নেবে বা কীভাবে দলগুলো ঠিক হবে, তা চূড়ান্ত হয়নি।

গত সপ্তাহেই আইওসির পক্ষ থেকে ক্রিকেটসহ নতুন পাঁচটি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে সর্বশেষ ধাপ ছিল সদস্য দেশগুলোর ভোটাভুটি। আজ ভোটের মাধ্যমে খেলাগুলোকে অলিম্পিকের জন্য চূড়ান্ত করা হয়। গত ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত করা ২৮টি খেলার মধ্যে ক্রিকেট ছিল না। তবে জুলাইয়ে অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য আরও নয়টি খেলার সংক্ষিপ্ত তালিকা করে আয়োজক কমিটি। সেখানে ক্রিকেট ছিল। তালিকাটা পরে পাঁচে নামানো হয় অলিম্পিকে কোন সংস্করণে ও কয়টি দল নিয়ে হবে ক্রিকেট, সেই ব্যাপারে এর আগেই নিজেদের প্রস্তাব আয়োজকদের জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

 

আরও পড়ুনঃ মাঠে রিজওয়ানের নামাজ পড়া নিয়ে আইসিসিতে নালিশ ভারতীয় আইনজীবীর

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net