খেলা ডেস্ক।।
ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ২২৯ রানে থেমেছে ভারতের ইনিংস। ৪ ওভারে ২৯ রান নিয়ে কোনো ২ উইকেট হারিয়ে ব্যাট করছে ইংল্যান্ড। প্রথম পাওয়ারপ্লেতেই চাপে পড়েছে ইংল্যান্ড।
জোড়া আঘাত ওকসের, ৩ উইকেট নেই ভারতের
জোড়া উইকেট শিকার করলেন ক্রিস ওকস। শুভমন গিলের পর আউট করলেন শ্রেয়াস আইয়ারকে। ১২তম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ১৬ বলে ৪ রান করেন আইয়ার। ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান ভারতের।
২৭ রানে দুই উইকেট নেই ভারতের
ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৭ রানে দুই উইকেট হারালো ভারত। শুভমন গিলকে (৯ রান) ক্রিস ওকস ফেরানোর পর বিরাট কোহলিকে শূন্য হাতে ক্রিজ ছাড়া করলেন উইলি। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৮ রান ভারতের।
টসে হেরে ব্যাটিংয়ে ভারত
বিশ্বকাপের ২৯তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ এবং মার্ক উড।
খেলা ডেস্ক: বিসিবি বস সাকিবদের বললেন কেউ পাশে না থাকলেও আমরা আছি