বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

২৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৫ কোটি ডলার

প্রবাসীরা দৈনিক গড়ে ৬ কোটি ৮৫ লাখ ডলার পাঠিয়েছেন

by ঢাকাবার্তা ডেস্ক
প্রবাসীরা দৈনিক গড়ে ৬ কোটি ৮৫ লাখ ডলার পাঠিয়েছেন

বাণিজ্য ডেস্ক।।

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ১৬৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। তারা দৈনিক গড়ে ৬ কোটি ৮৫ লাখ ডলার পাঠিয়েছেন। আগের মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ মার্কিন ডলার।

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স।

 

আরও পড়ুন: ইউনাইটেড গ্রুপের সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net