সোমবার, এপ্রিল ২১, ২০২৫

২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির

বড়দিন উপলক্ষে ২৫শে ডিসেম্বর বিরতি দিয়ে আগামী ২৬, ২৭ ও ২৮শে ডিসেম্বর সারা দেশে এ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো

by ঢাকাবার্তা ডেস্ক
২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির

রাজনীতি ডেস্ক।।

নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে সারা দেশে ফের তিনদিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে বিএনপি। বড়দিন উপলক্ষে ২৫শে ডিসেম্বর বিরতি দিয়ে আগামী ২৬, ২৭ ও ২৮শে ডিসেম্বর সারা দেশে এ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো। রোববার বেলা ৩টার দিকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে অসহযোগিতা ও আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে। তিনি আরও বলেন, দেশবাসীর উদ্দেশে আমাদের আহ্বান, এই ভোট বর্জন করুন। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net