বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয় আজ বেলা দুইটায়।

by ঢাকাবার্তা ডেস্ক
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

রাজনীতি ডেস্ক।।

বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আজ বুধবার নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে ৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না৷ অনেক বাধা আসবে, বিপত্তি আসবে ৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয় আজ বেলা দুইটায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে নির্মিত অস্থায়ী মঞ্চে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। সমাবেশে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

 

আরও পড়ুনঃ শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন, ওবায়দুল কাদেরের ‘শেষ বার্তা’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net