শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

২৮ অক্টোবর প্রবারণা, রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের ‘অনুরোধ’

রাজনৈতিক কর্মসূচির কারণে বৌদ্ধ বিহারের উৎসবে অংশ নিতে মানুষের বাঁধা-বিপত্তির সম্মুখীন হতে হবে বলে বুদ্ধিস্ট ফেডারেশনের আশঙ্কা।

by ঢাকাবার্তা ডেস্ক
২৮ অক্টোবর প্রবারণা, রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের ‘অনুরোধ’

রাজনৈতিক ডেস্ক।।

নির্বাচন সামনে রেখে বিএনপি ও আওয়ামী লীগ যে দিনে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়েছে, সেই ২৮ অক্টোবর প্রবারণা পূর্ণিমা পড়ায় রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো এবং উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো রোববার এক যৌথ বিবৃতিতে এই অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “আগামী ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে ওঠে। ওই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙ্গিন ফানুস উড্ডয়ন। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন।”

কিন্তু  সেদিন ‘বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল’ মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূর থেকে বৌদ্ধ বিহারের উৎসবে অংশ নিতে বাঁধা-বিপত্তির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। সেখানে বলা হয়, “তাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা ধর্মীয় উৎসবের দিনে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ করা গেল।”

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সহ প্রচার সম্পাদক নিপু বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৮ অক্টোবর আমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন। আমাদের সংগঠনের নেতারা এই দিনে রাজনৈতিক প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।” এ বিষয়ে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ডাকার কথা জানিয়ে তিনি বলেন, “এখানে আমরা কোন রাজনৈতিক দলের লোক না, এটাও তুলো ধরা হবে।”

সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় যে মহাসমাবেশ ডেকেছে, সেখান থেকে চূড়ান্ত কর্মসূচি আসার কথা রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেদিন রাজধানী দখলে রাখার পাল্টা ঘোষণা দিয়েছে, ফলে জনমনে তৈরি হচ্ছে উদ্বেগ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেন, সেদিন ‘মহাসমাবেশ’ থেকে ‘সড়কে বসে পড়ার’ মত কোনো কর্মসূচি আসছে না। শান্তিপূর্ণভাবেই তারা কর্মসূচি পালন করবেন। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সেদিন ঢাকার রাজপথ আওয়ামী লীগেরই দখলে থাকবে।

বিএনপির মহাসমাবেশ ঘিরে সেদিন ঢাকায় প্রবেশের সড়ক বন্ধ করা হবে কি না- এমন প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালকে করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। জবাবে মন্ত্রী বলেছেন, সরকারের এমন কোনো চিন্তা নেই। তবে বিএনপি যেন সহিংসতা না করে বা চলাচলের পথ যেন বন্ধ না করে।

 

আরও পড়ুনঃ ছাত্রলীগের কমিটি ঘিরে ৪ হলের সামনে ককটেল বিস্ফোরণ, চলছে অবস্থান-শোডাউন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net