পেঁয়াজের বাজার চড়তে থাকায় ঢাকায় টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে ৩৫ টাকা কেজি দরে এ পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার থেকেই টিসিবির নিয়মিত পণ্যের সঙ্গে পেঁয়াজও কেনা যাবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টিসিবির পরিবার কার্ডধারী একজন গ্রাহক এতদিন ৩০ টাকা কেজি দরে মাসে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারছিলেন। এর সঙ্গে এখন থেকে তিনি ৩৫ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক বছরের আলোকে লিন পিরিয়ড (খারাপ মৌসুম) বিবেচনায় ৯ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি করা হবে।
টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে এই কার্যক্রমে সরবরাহ করা হবে।
দেশে পেঁয়াজের দাম গত কিছুদিন ধরেই বাড়তি। দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা পেঁয়াজের দামও বেড়েছে।
এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ঢাকার অনেক বাজারে এখন এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। আমদানি করা পেঁয়াজও ৭০ টাকার নিচে মিলছে না।
আরও পড়ুনঃ পোশাক শিল্পে ন্যূনতম মজুরি ১৭,৫৬৮ টাকা করার প্রস্তাব সিপিডি’র