বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

৩৭ ঘণ্টায় ১৫ পরিবহনে আগুন

রাত ৭ পর্যন্ত ৩৭ ঘণ্টায় সারা দেশে ১৫টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। আগুনে পুড়ে যাওয়া এসব পরিবহনের মধ্যে রয়েছে ৯টি বাস

by ঢাকাবার্তা ডেস্ক
৩৭ ঘণ্টায় ১৫ পরিবহনে আগুন

রাজনীতি ডেস্ক।।

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৭ পর্যন্ত ৩৭ ঘণ্টায় সারা দেশে ১৫টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। আগুনে পুড়ে যাওয়া এসব পরিবহনের মধ্যে রয়েছে ৯টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাক।

বৃহস্পতিবার রাতে বাংলা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, ‘সারা দেশে ১৫টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা নগরীতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, বারিধারা, মাতুয়াইল) ৭টি, ঢাকা বিভাগের গাজীপুরে ৩টি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ও নোয়াখালীতে ২টি, রাজশাহী বিভাগের বগুড়ায় ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে দেখা গেছে, সারা দেশে প্রতি ৩ ঘণ্টায় ১টি করে পরিবহন এবং প্রতি ৪ ঘণ্টায় ১টি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা সিটিতে প্রায় প্রতি ৬ ঘণ্টার ব্যবধানে ১টি করে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

 

আরও পড়ুন: পিটার হাসকে নিয়ে আওয়ামী লীগ নেতার সহিংস বক্তব্য ‘অসহযোগিতামূলক আচরণ’:মার্কিন পররাষ্ট্র দপ্তর

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net