বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

৬ লাখ ডিম উদ্ধার নারায়ণগঞ্জে

অভিযানে দেখা যায়, ফতুল্লার ধর্মগঞ্জে অবস্থিত শাহীন অ্যান্ড ব্রাদার্স নামক কোল্ড স্টোরেজে মাসুদুর রহমান ও তাইজুর প্রায় ছয় লাখ ডিম মজুত করছেন

by ঢাকাবার্তা ডেস্ক
৬ লাখ ডিম উদ্ধার নারায়ণগঞ্জে

বাণিজ্য ডেস্ক।।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটী ও ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ ডিম উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ডিমের অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিহতের লক্ষ্যে বুধবার (৬ ডিসেম্বর) এই অভিযান চালানো হয়।  অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানে দেখা যায়, ফতুল্লার ধর্মগঞ্জে অবস্থিত শাহীন অ্যান্ড ব্রাদার্স নামক কোল্ড স্টোরেজে মাসুদুর রহমান ও তাইজুর প্রায় ছয় লাখ ডিম মজুত করছেন। গত ২৩ নভেম্বর থেকে এসব ডিম মজুত করা শুরু হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, সরকার আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে। এরইমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুত করা শুরু করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।। ঢাকাবার্তা।।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।। ঢাকাবার্তা।।

 

অভিযান শেষে বিকাশ চন্দ্র দাস অধিদফতরের পক্ষ থেকে আজকের মধ্যে এসব ডিম বাজারে সরবরাহের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এর ব্যত্যয় হলে অধিদফতরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মজুতকৃত ডিম বৃহস্পতিবার বাজারে সরবরাহের ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

বিকাশ চন্দ্র দাস বলেন, অসাধু ব্যবসায়ীদের এই অপচেষ্টা প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। সারা দেশে কেউ ডিম মজুত করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন: জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া আবারও সেরা করদাতা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net