ঢাকাবার্তা ডেস্ক ।। কাতারে রূপকথা রচনা করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতান এলএমটেন। বিশ্বজয়ের সুবাদে ২০২৩ ব্যালন ডি’অরের ‘হট ক্যান্ডিডেট’ আর্জেন্টাইন সুপারস্টার। বর্ষসেরার সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায়ও জায়গা করে নিয়েছেন মেসি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর খবর, ইতোমধ্যে মেসিকে বর্ষসেরা নির্বাচিত করে ফেলেছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।
গত সেপ্টেম্বরে ২০২৩ বর্ষসেরার মনোনয়ন পাওয়া ৩০ জনের তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। এতে লিওনেল মেসির সঙ্গে রয়েছেন আর্লিং ব্রট হালান্দ, করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পেরা। সোশ্যাল মিডিয়ায় স্প্যানিশ দৈনিক দিয়ারিও স্পোর্তের বরাত দিয়ে ফ্যাব্রিজিও রোমানো লিখেছেন, ‘লিওনেল মেসি ৮ম ব্যালন ডিঅর জিতে ফেলেছেন। খবরটি দিয়েছে দিয়ারিও স্পোর্ত।’
আগামী ৩০শে অক্টোবর ঘোষণা করা হবে ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের নাম। রোমানো লিখেন, ‘এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্প্যানিশ মিডিয়া থেকে স্পষ্ট একটি বার্তা এটি।
২০০৯ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। ২০২১ সালে সপ্তম এবং সবশেষ পুরস্কারটি জেতেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০২৩ বর্ষসেরার প্রতিযোগিতায় হট ফেভারিট মেসি। কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। ৭ গোল করে আসর সেরা ফুটবলারও মনোনীত হন মেসি। তাছাড়া ইন্টার মায়ামিতে যোগ দেয়ার আগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ফরাসি লিগ ওয়ান এবং ফরাসি কাপও জেতেন আর্জেন্টাইন সুপারস্টার।
ব্যালন ডি’অরের লড়াইয়ে এবার লিওনেল মেসির বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে আর্লিং ব্রট হালান্দকে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে মূখ্য ভূমিকায় ছিলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। গত মৌসুমে প্রিমিয়ার লীগে ৩৯ ম্যাচে ৪২ গোল করেন হালান্দ। চ্যাম্পিয়নস লীগে ১১ ম্যাচে ১২ গোল পান তিনি। বিধ্বংসী পারফরম্যান্সে ইতোমধ্যেই মেসিকে হারিয়ে উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতেছেন হালান্দ।