শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

৮ ঘণ্টা পেরিয়ে গেছে উদ্ধার হয়নি কোনো বগি

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৮  ঘণ্টা পেরিয়ে গেলেও একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি।

by ঢাকাবার্তা ডেস্ক
৮ ঘণ্টা পেরিয়ে গেছে উদ্ধার হয়নি কোনো বগি

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৮  ঘণ্টা পেরিয়ে গেলেও একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি। এরইমধ্যে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এর আগে রবিবার (১৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে।

এ ঘটনায় চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, তাপে রেললাইন বেঁকে যাওয়ায় ৯ বগি লাইনচ্যুত হয়েছে। আজ ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত উদ্ধার করতে। আখাউড়া, লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন দুটি ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি রেললাইন থেকে ছিটকে খেত ও ঘরের ওপর পড়ে। মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে  ৯টি বগি। রেললাইন ভেঙে কয়েকগজ দূরে গাছের গুঁড়িতে আটকে যায় রেলের ইঞ্জিনও। হুমড়ি খেয়ে বিভিন্ন দিকে পড়ে আহত হন ২৫ জন। এলাকাবাসী তাৎক্ষণিক এসে যাত্রীদের উদ্ধার করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net