শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

অসহযোগ আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বললেন ‘বিএনপি ভুয়া’

আজ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কি আছে? লাল কার্ড।

by ঢাকাবার্তা ডেস্ক
অসহযোগ আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বললেন 'বিএনপি ভুয়া'

রাজনীতি ডেস্ক।।

বুধবার (২০ ডিসেম্বর) অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে দ্বাদশ সংসদে নির্বাচনে অংশ না নেওয়া বিএনপি। এই বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন কী বলে? অসহযোগ আন্দোলন করবে। বানরে সঙ্গীত গায় শিলা জলে ভাসে। সেরকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে? ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার।’

আজ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কি আছে? লাল কার্ড। নির্বাচনে আছে ১৮৯৬ জন। এই ১৮৯৬ জন ৭ জানুয়ারি সারা দেশে ৩০০ আসনে খেলবে। জোরদার খেলা হবে।’

তিনি বলেন, ‘খেলা হবে। প্রস্তুত আছেন?’ তখন তিনি প্রশ্ন করেন, ‘বিএনপি কই? উপস্থিত মানুষ বলেন, নাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘এখন কী বলে? নির্বাচনের পরের পাঁচ দিনে সরকার পতন হয়ে চলে যাবে। কী বলেন বিশ্বাস হয়? ভুয়া। বিএনপিই হলো ভুয়া। তাদের রাজনীতি, অবরোধ আজকের কর্মসূচি অগ্নিসন্ত্রাস ভুয়া। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে হবে একসঙ্গে। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে নিজেরাই পুড়ে মারা যাবেন। এরা নেতানিয়াহু ও ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। কী ঘটনা ঘটেছে তেজগাঁওয়ে। মা তার শিশুকে বুকে নিয়ে পুড়ে কয়লা হয়ে গেছে। কে করেছে? বিএনপি ও তার সন্ত্রাসীরা।’

 

আরও পড়ুন: ‘অসহযোগ আন্দোলনের’ ও ‘ভোট বর্জনের’ ডাক বিএনপির

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net