খেলা ডেস্ক।।
ক্রিকেটপ্রীতিতে তুলনা নেই বলিউড তারকাদের। নায়িকাদের ক্রিকেটারের সঙ্গে ঘর বাঁধার প্রবণতাই কেবল নয়, ক্রিকেট দল কিনে নেওয়া তারকাদেরও সংখ্যাও অনেক। এই তালিকায় শাহরুখ, জুহি চাওলা এবং প্রীতি জিনতার সঙ্গে যোগ হল অক্ষয় কুমারের নাম।ইন্ডিয়া টুডে বলছে, ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা এখন ক্রিকেট দলের একজন মালিক। অক্ষয় কুমার কিছুদিন আগে নতুন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে শ্রীনগর দল কিনেছেন, এটি টি-টেন টুর্নামেন্ট। ২০২৪ সালের ২ থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
অক্ষয় বলেন, “এই টুর্নামেন্টটি ক্রিকেট বিশ্বে একটি গেম চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি দেয়। আমি এই অনন্য ক্রীড়া প্রচেষ্টার অগ্রভাগে থাকার জন্য উদগ্রীব হয়ে আছি।” অক্ষয় নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্রিকেট দলের মালিক হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
খেলাধুলার পাশাপশি মার্শাল আর্টের সঙ্গেও গভীর যোগ রয়েছে অক্ষয়ের। বছর দুয়েক ধরে বলিউডে একের পর এক সিনেমা করলেও সাফল্যের মুখোমুখি হতে পারছেন না অক্ষয়। তার সর্বশেষ সিনেমা ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এদিকে আগামী বছরের বড়দিনে মুক্তির তারিখ ঠিক রেছে ‘ওয়েলকাম থ্রি’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু জঙ্গল’ সিনেমায় শুটিং শুরু করেছেন অক্ষয়।
আরও পড়ুন: শচীনের পর ধোনির ৭ নাম্বার জার্সিও পড়তে পারবেনা ভারতীয় ক্রিকেটাররা