ঢাকাবার্তা ডেস্ক ।।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের কর্তৃক গণহত্যা ও আয়নাঘর বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) গত ১৩ আগস্ট পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় সংগঠনটি ব্রিটিশ এমপি ও ট্রেজারি বিভাগের অর্থমন্ত্রী এবং নগর মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অবস্থান পরিস্কার করার দাবি জানায়। সংবাদ সম্মেলনে ‘ইআরআই’ এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রেসিডেন্ট মাহবুব আলী খানশূর।
সংবাদ সম্মেলনে ইআরআই’র পক্ষ থেকে বলা হয়, “বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হত্যা ও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। কিন্তু এ বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করেননি। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিংবা তার খালার (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অবস্থান সম্পর্কেও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

মস্কো সফরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপ সিদ্দিক, তার খালাতো ভাই সজীব ওয়াজেদ জয় ও খালা শেখ হাসিনা
অথচ আমরা জানি, তিনি এই সরকারের স্টেকহোল্ডার ছিলেন। কারণ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৩ সালের রাশিয়া সফর ও ১০০ কোটি পাউন্ডের অস্ত্র ক্রয় চুক্তির সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।”
ইআরআই’র এই বক্তব্যের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের ওপর চাপ সৃষ্টি হয়েছে, যাতে তিনি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার অবস্থান পরিস্কার করেন।