সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

জবি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করবে আস-সুন্নাহ

by ঢাকাবার্তা
আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এমওইউ সই করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

জবি প্রতিনিধি ।। 

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাথমিকভাবে ৭০০ শিক্ষার্থীর আবাসনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাসে স্থায়ী হল নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এই অস্থায়ী আবাসনের সুযোগ পাবেন।

মঙ্গলবার উপাচার্যের সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও উপাচার্য অধ্যাপক রেজাউল করিম।

আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এমওইউ সই করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এমওইউ সই করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে। দক্ষতা বৃদ্ধির জন্য একটি ১০০ কম্পিউটারের ল্যাবও স্থাপন করা হবে। আগামী এপ্রিল থেকে আমরা কাজ শুরু করব।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ছেলেদের জন্য আবাসনের ব্যবস্থা করা হলেও অচিরেই মেয়েদের জন্যও হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ৫ হাজার শিক্ষার্থীর জন্য আবাসনের লক্ষ্য রয়েছে।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহৎ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। এই উদ্যোগ শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধানে সহায়ক হবে।”

অন্যদিকে, শিক্ষার্থীদের সংগঠক একেএম রাকিব বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়। তবে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে প্রশাসনের গতি আরও বাড়ানো উচিত।”

এমওইউ সই অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও জনসংযোগ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net