স্টাফ রিপোর্টার ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল দায়িত্ব নিয়েছেন। তিনি পূর্ববর্তী ডিন অধ্যাপক নিসার হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি দীর্ঘ সময় ধরে ডিন হিসেবে ছিলেন।
অধ্যাপক নিসার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিলো, যা শিক্ষাব্যবস্থার উন্নতির চেয়ে ফ্যাসিবাদের হুকুম তামিলের প্রতি তার আগ্রহকে নির্দেশ করে। তিনি চারুকলা অনুষদকে শান্তিনিকেতনের একটি দাসঅনুষঙ্গ মনে করতেন এবং বিরোধী মতের শিল্পী ও শিক্ষার্থীদের দমাতে ছাত্রলীগকে লেলিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে। বদমেজাজি নিসার কারো কথা পছন্দ না হলে তাকে রবীন্দ্র বিরোধী ও জঙ্গি ট্যাগ দিয়ে কোনঠাসা করে রাখতেন।
অধ্যাপক চঞ্চল এখন নতুন ডিন হিসেবে দায়িত্ব নিয়ে অনুষদের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।