বুধবার, আগস্ট ৬, ২০২৫

নায়ক ফেরদৌসের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

আহতরা হলেন-সোহেল খান (২৮), আব্দুল জলিল (৩৮), রফিকুল ইসলাম জুয়েল (৩৮), উজ্জ্বল হোসেন (৩৫), জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (৩০), মাহি (২৫)সহ অন্তত ১২ জন। আহতরা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী।

by ঢাকাবার্তা ডেস্ক
নায়ক ফেরদৌসের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

রাজনীতি ডেস্ক।।

রাজধানীর নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারণা করার সময় সমর্থকদের নিজেদের মধ্যে মারামারিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-সোহেল খান (২৮), আব্দুল জলিল (৩৮), রফিকুল ইসলাম জুয়েল (৩৮), উজ্জ্বল হোসেন (৩৫), জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (৩০), মাহি (২৫)সহ অন্তত ১২ জন। আহতরা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি সংবাদ শুনে হাসপাতালে এসেছি। আহতদের তথ্য সংগ্রহ করছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না। আহতদের হাসপাতালে নিয়ে আসা সাহেদ আলী জানান, ১৮ নম্বর ওয়ার্ড ইউনিট সভাপতি ইমাম হোসেন মঞ্জিলের নেতৃত্বে বহিরাগত ছেলেদের নিয়ে আমাদের লোকজনের ওপর ধাক্কাধাক্কি শুরু করে, পরে হামলা চালায়।

তিনি আরও বলেন, ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলাম আমরা। আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে পেছনের দিকে  বহিরাগতসহ আমাদের ওপর হামলা চালায়। ঢামেকে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মাল্টিপল ইনজুরি রয়েছে, তবে গুরুতর নয় কেউ। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন: নাশকতার মামলায় আলতাফ-হাফিজের ২১ মাসের কারাদণ্ড

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net