১০৫
স্টাফ রিপোর্টার ।।
ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ঢাকায় ভারতীয় হাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হাইকমিশনার প্রণয় ভার্মা পতাকা উত্তোলন করেন এবং ভারতের রাষ্ট্রপতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পাঠ করেন। হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা যায়।

প্রণয় ভার্মার বক্তব্য শুনছেন হাইকমিশনের স্টাফরা।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশন, ঢাকার কর্মকর্তারা এবং বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। হাইকমিশনার প্রণয় বর্মা তাঁর বক্তৃতায় স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করেন এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেন।