সোমবার, আগস্ট ৪, ২০২৫

বিএনপি’র হরতালেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

বুধবার সংগঠনটি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
বিএনপি'র হরতালেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

রাজনীতি ডেস্ক।।

বিএনপি-জামায়াতের ডাকে রোববার থেকে যে হরতাল শুরু হতে যাচ্ছে, তার মধ্যেই বাস চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে বুধবার বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মসিউর  রহমান রাঙ্গাঁ।

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। বিবৃতিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সাম্প্রতিক সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচিতে সারাদেশে ১২০টি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে ২২৫টি গাড়ি।

“আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল- অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের মতো দেওয়া হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন।”

হরতাল-অবরোধের সময় গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য রাজধানীসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: সন্ধ্যার পর রাজধানীতে ২ বাসে আগুন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net