বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

‘মেরা আঙিনায় তুম কিয়া কারেঙ্গে’

by ঢাকাবার্তা
সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ।। 

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদকে উদ্দেশ করে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাঈদ খোকন বলেছেন, ‘জাতীয় পার্টির বিষয়ে আমি শুধু বলবো, মেরা আঙিনায় তুম কিয়া কারেঙ্গে? আমার এলাকায় তোমার কী কাজ? এর বেশি কিছু বলতে চাই না। আশা করি বুঝতে পেরেছেন।’

বুধবার (২৯ সেপ্টেম্বর) পৌনে ১০টার দিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি এসব মন্তব্য করেন।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জোটগত ছাড়ের কারণে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। তিনি এবারও প্রার্থী হয়েছেন। এ আসনে সাঈদ খোকনকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। আসনটিতে তার বাবা মোহাম্মদ হানিফও নৌকা থেকে নির্বাচন করেছেন।
আসনটি ছাড় দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দলের নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাবো। তবে দলের যেকোনও সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-৬ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আশা করবো, এই আসনটা আমরা ওনাকে উপহার দিতে পারবো। সবার কাছে দোয়া চাই।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net