স্টাফ রিপোর্টার ।।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদকে উদ্দেশ করে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাঈদ খোকন বলেছেন, ‘জাতীয় পার্টির বিষয়ে আমি শুধু বলবো, মেরা আঙিনায় তুম কিয়া কারেঙ্গে? আমার এলাকায় তোমার কী কাজ? এর বেশি কিছু বলতে চাই না। আশা করি বুঝতে পেরেছেন।’
বুধবার (২৯ সেপ্টেম্বর) পৌনে ১০টার দিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি এসব মন্তব্য করেন।
সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-৬ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আশা করবো, এই আসনটা আমরা ওনাকে উপহার দিতে পারবো। সবার কাছে দোয়া চাই।