মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

মৌমিতা ধর্ষণ ও হত্যা : কুবিতে প্রতিবাদ

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।।

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বিপ্লবী সুনীতি-শান্তি’ হলের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরাও এসে যোগ দেন মোমবাতি প্রজ্জ্বলনে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৯ টা বেজে ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এ ব্যাপারে ‘বিপ্লবী সুনীতি-শান্তি’ হলের আবাসিক শিক্ষার্থী আতিফা লিয়া বলেন, ‘আমরা আজকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। সেই সাথে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net