স্টাফ রিপোর্টার ।।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের গ্রাহকদের সেবা প্রদানে ফাস্ট ট্র্যাক সার্ভিস উদ্বোধনের পর রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, সার্ভিসটি উদ্বোধনের মাধ্যমে রাজউকের সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচন হলো।
রাজউক চেয়ারম্যান বলেন, ফাস্ট ট্র্যাক সার্ভিসটি রাজউক ভবনের নিচতলায় অভ্যর্থনা কক্ষের পাশে করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ঢাকা নগরবাসীদের জন্য রাজউকের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে।
তিনি আরও বলেন, একদল অভিজ্ঞ কর্মকর্তারা দ্বারা ফাস্ট ট্র্যাক সার্ভিস পরিচালিত হবে, যার নেতৃত্বে আছেন একজন প্রথম শ্রেণির বা ৯ম গ্রেডের কর্মকর্তা। এই কর্মকর্তারা তাঁদের নিজ নিজ ক্ষেত্রের সেবাগুলো পরিচালনা করবেন এবং নাগরিকদের সঠিক ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আশা করছি, রাজউকের এই উদ্যোগটি জনসেবা প্রদানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।