বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫

সাংবাদিক সাইফ ভোটকেন্দ্রে মারধর ও লুটের শিকার

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে নির্বাচনী খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাইফ বিন আইয়ুব নামে এক সাংবাদিক। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, মানিব্যাগ, ঘড়ি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তিনি দৈনিক কালবেলা পত্রিকায় কর্মরত।

সাইফ বিন আইয়ুব। ফাইল ফটো

সাইফ বিন আইয়ুব। ফাইল ফটো

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় মোহাম্মদপুরের বেসরকারি একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন সাইফ বিন আইয়ুব।

আহত এই সাংবাদিক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর সংগ্রহ করার জন্য রোববার বিকাল আনুমানিক চারটার দিকে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে যান তিনি। সেখানে কেন্দ্রের ভেতরে নৌকা মার্কার ব্যাজ পরা কিছু যুবক তার ওপর হামলা করে এবং তাকে বেধড়ক পেটায়। এ সময় ওই যুবকরা তার ল্যাপটপ, মোবাইল ফোন, ওয়ালেট, ঘড়ি ইত্যাদি ছিনিয়ে নেয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মাথা, ঘাড়, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net