রবিবার, আগস্ট ৩, ২০২৫

সুইটি বললেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্দায় ফিরবো

by ঢাকাবার্তা
তানভীন সুইটি

ডেস্ক রিপোর্ট ।। 

শোবিজের অনেক তারকার সঙ্গেই সখ্যতা ছিল পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের বিভিন্ন মিটিং-মিছিলেও দেখা যেত বেশ কয়েকজন তারকাকে। তাদের মধ্যে একজন অভিনেত্রী তানভীন সুইটি। সরকারের নানা উদ্যোগের সঙ্গে সহমত জানাতে দেখা গেছে তাকে। এমনকি বিভিন্ন আয়োজনেও উপস্থিত থেকেছেন তিনি।

শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই গা ঢাকা দিয়েছেন। তাই খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে, পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যদের মতো তানভীন সুইটিও আত্মগোপনে রয়েছেন কি না?

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেন,‘ আমি কেন পালাব? আমি তো কোনো অন্যায় করিনি। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। আমি সেখানে যেতেই পারি।’

তানভীন সুইটি আরও বলেন, এমন তো না যে আমি কোনো সুবিধা নিয়েছি। আমি আগে যা ছিলাম, এখনও তাই আছি। তাই আমার সঙ্গে কারও কোনো বৈরী সম্পর্ক হবে না আশা করছি।

কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান, আবার অভিনয়ে আসবেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন। সবকিছু আগের মতো হলেই পর্দায় দেখা যাবে তানভীন সুইটিকে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net