রাজনীতি ডেস্ক।।
গত ১১ নভেম্বর আট জোটের সমন্বয়ে গঠিত হয় ‘সম্মিলিত মহাজোট’। জোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে নির্বাচন করতে এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে জোটটি।
শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সম্মিলিত মহাজোটের প্রার্থী পরিচিত ও ঘোষণা অনুষ্ঠান। এ সময় এই ঘোষণা দেন সম্মিলিত মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন।
অনুষ্ঠানে রেজাউল হোসেন বলেন, ‘জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেওয়া ছাড়াও সম্মিলিত মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য মহাজোটের প্রার্থীরা নিজ নিজ আসনে কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘দেশকে বাঁচাতে হলে আমাদের হাতে নির্বাচন ছাড়া আর কোনও পথ নেই। সমগ্র বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে। তাই এদেশের সকল রাজনৈতিক দলকে নিজ দায়িত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।’
সম্মিলিত মহাজোটের নেতা ও বাংলাদেশ কংগ্রেসের সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন বলেন, ‘আজ আমরা ৩০০ আসনে প্রার্থীতা ঘোষণা দিয়েছি। আমাদের মহাজোট থেকে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছি। সন্ধ্যা থেকে প্রার্থী যাচাই বাচাই চলবে।’