সোমবার, এপ্রিল ২১, ২০২৫

শাড়ির মতো প্যাকেট করা ১২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

by ঢাকাবার্তা
মোহাম্মদপুরের বাবর রোড থেকে ১২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর মোহাম্মদপুর থেকে শাড়ির প্যাকেটে বিশেষভাবে লুকানো ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোছাঃ ময়না বেগম ওরফে আঁখিকে (২১) গ্রেফতার করেছে ডিবি-উত্তরা বিভাগ।

সোমবার (৩ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের বাবর রোড থেকে ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে মাদক আনছে— এমন তথ্যের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগ অনুরাগ রেস্তোরার সামনে অবস্থান নেয়। বিকেল ৪টায় ময়না বেগম সেখানে পৌঁছালে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের বস্তায় ২৪টি শাড়ির প্যাকেটের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না বেগম স্বীকার করেছে, উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য কুমিল্লা থেকে এনেছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net