রবিবার, মার্চ ১৬, ২০২৫

হাজারীবাগের সেকশনে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে, দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে সেকশন বেরীবাধ এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। ছিনতাইকারীরা তার বাম পায়ের হাঁটুতে গুলি করে এবং কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় স্বজনরা প্রথমে হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর ভাই জয় রাজবংশী জানান, কামরাঙ্গীরচরে তাদের ‘ইতি জুয়েলার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সজল প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখন দুই মোটরসাইকেলে সাত থেকে আটজন ছিনতাইকারী তার পথরোধ করে হামলা চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত অবস্থায় সজলকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ, ব্যাগে আনুমানিক ৭০ ভরি স্বর্ণ ছিল, যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net