রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি ৭৮ নাবিক

কোস্টগার্ডের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্সে আটককৃতদের ছবি প্রকাশ করা হয়।

by ঢাকাবার্তা
প্রকাশিত ছবির কোলাজ

চট্টগ্রাম প্রতিনিধি ।। 

ভারতীয় কোস্টগার্ড ৭৮ জন বাংলাদেশি নাবিকসহ দুটি ট্রলার আটক করেছে এবং তাদের ছবি প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এসব ছবি পোস্ট করা হয়।

কোস্টগার্ডের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশি মাছ ধরার দুটি ট্রলার—এফভি লায়লা-২ এবং এফবি মেঘনা-৫ ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের সময় আটক করা হয়। অভিযানের পর ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়।

প্রকাশিত ছবিগুলোর একটিতে দেখা যায়, নাবিকেরা ট্রলারের ডেকে হাঁটু গেড়ে বসে আছেন, মাথার পেছনে হাত রাখা অবস্থায়। তাদের পেছনে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। অন্য ছবিগুলোতে ট্রলার দুটি সাগরে চলার দৃশ্য এবং জেটিতে নিয়ে আসার দৃশ্য রয়েছে।

এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং এবং এফবি মেঘনা-৫ সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানিয়েছেন, ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। তিনি বলেন, “আইনি প্রক্রিয়ায় উদ্ধার কাজ চালানোর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।”

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম জানিয়েছেন, ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ডসহ সরকারি সংস্থাগুলো ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি আশ্বস্ত করেছেন, “নাবিকেরা ভালো আছেন এবং ট্রলার উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net