শনিবার, আগস্ট ৯, ২০২৫

তফসিল প্রত্যাখ্যান, নির্বাচন হতে দেওয়া হবে না: বিএনপি

রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষা প্রধানমন্ত্রীর ভাষারই প্রতিফলন। তফসিল জারির মাধ্যমে জাতির সঙ্গে তামাশা করেছেন তিনি

by ঢাকাবার্তা ডেস্ক
তফসিল প্রত্যাখ্যান, নির্বাচন হতে দেওয়া হবে না: বিএনপি

রাজনীতি ডেস্ক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তফসিল জারি হলেও নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের তফসিল জারির পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান রিজভী।

রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষা প্রধানমন্ত্রীর ভাষারই প্রতিফলন। তফসিল জারির মাধ্যমে জাতির সঙ্গে তামাশা করেছেন তিনি।

রিজভী বলেন, সরকার আবারও একদলীয় নির্বাচন করার নীলনকশা করছে। আর ইসি হচ্ছে তার নির্ভরতার আস্থাস্থল। বর্তমান নির্বাচন কমিশন নিশি রাতের ভোটে নির্বাচিত সরকারের আজ্ঞাবহ সিলেকশন। তিনি বলেন, এই কমিশনের মূল উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনা। এই কমিশন যদি নিরপেক্ষ হতো তাহলে জনমত উপেক্ষা করে তফসিল জারি করতো না। তফসিল জারি হলেই নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

 

আরও পড়ুন: বিএনপির দুই নেতা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কৃত হলেন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net