১১৭
রাজনীতি ডেস্ক।।
ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক ফেরদৌস। এই আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। ফেরদৌস দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। শুরুতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করতে না চাইলেও দলীয় সিগন্যাল পেয়ে শেষের দিকে ফরম কিনেছিলেন।
এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র থেকে প্রার্থীদের চূড়ান্ত একটি এসেছে গণমাধ্যমের হাতে।
আরও পড়ুন: ফের হোঁচট খেলেন নিক্সন, নৌকা জাফর উল্যাহর