সোমবার, আগস্ট ৪, ২০২৫

ভোটের নিরাপত্তায় ৬ যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর ৩ হাজার সদস্য মোতায়েন

নৌবাহিনীর সদস্যদের যে ১১টি সংসদীয় আসন এলাকায় মোতায়েন করা হয় সেসব এলাকা হচ্ছে—ভোলা ১, ২, ৩ ও ৪; কক্সবাজার ২ ও ৪; চট্টগ্রাম ৩; নোয়াখালী ৬; বরগুনা ১ ও ২ এবং বাগেরহাট-৩

by ঢাকাবার্তা ডেস্ক
ভোটের নিরাপত্তায় ৬ যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর ৩ হাজার সদস্য মোতায়েন

নির্বাচন ডেস্ক।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে ভোটের নিরাপত্তায় সহায়তার লক্ষ্যে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দেশের উপকূলীয় ৬ জেলার ১১টি আসনে ৩ হাজারেরও বেশি নৌবাহিনীর সদস্য এবং ৬টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর সদস্যদের যে ১১টি সংসদীয় আসন এলাকায় মোতায়েন করা হয় সেসব এলাকা হচ্ছে—ভোলা ১, ২, ৩ ও ৪; কক্সবাজার ২ ও ৪; চট্টগ্রাম ৩; নোয়াখালী ৬; বরগুনা ১ ও ২ এবং বাগেরহাট-৩। নির্বাচন উপলক্ষে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌবাহিনীর ৩ হাজারের বেশি নৌ সদস্য এবং ৬টি যুদ্ধজাহাজ ১৯টি উপজেলায় ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।উপজেলাগুলো হচ্ছে, ভোলা জেলার- ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চর ফ্যাশন, মনপুরা; চট্টগ্রাম জেলার সন্দ্বীপ; নোয়াখালী জেলার হাতিয়া; কক্সবাজার জেলার কুতুবদিয়া, টেকনাফ, মহেশখালী; বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা এবং বাগেরহাট জেলার মোংলা উপজেলা।

উপজেলাগুলো হচ্ছে, ভোলা জেলার- ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চর ফ্যাশন, মনপুরা; চট্টগ্রাম জেলার সন্দ্বীপ; নোয়াখালী জেলার হাতিয়া; কক্সবাজার জেলার কুতুবদিয়া, টেকনাফ, মহেশখালী; বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা এবং বাগেরহাট জেলার মোংলা উপজেলা। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দুর্গম এলাকায় বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তার জন্য নিয়োজিত রয়েছে।

 

আরও পড়ুন: আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না: শেখ হাসিনা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net